বিশ্বকাপে জায়গা পেতে যে সিদ্ধান্ত নিলেন নেইমার

বিশ্বকাপে জায়গা পেতে যে সিদ্ধান্ত নিলেন নেইমার
স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়াতে সম্মত হয়েছেন। ফুটবলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, নেইমারের নতুন চুক্তি কার্যকর থাকবে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ইনজুরি কাটিয়ে নভেম্বরে মাঠে ফেরার পর দারুণ ফর্মে আছেন। সান্তোসের হয়ে সাত ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি, আছে হ্যাটট্রিকও।
নতুন চুক্তি হয়ে থাকলে নেইমার এখন ভালোভাবে প্রস্তুতি দিতে পারবেন বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাওয়ার জন্য। ২০২৬ বিশ্বকাপ হবে জুন মাসে। তার আগে সান্তোসের হয়ে দারুণ পারফরম্যান্সই নেইমারকে ব্রাজিল দলে জায়গা করে দিতে পারে।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যে জানিয়েছেন, ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতেই বিশ্বকাপ দল চূড়ান্ত করা হবে।
২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি নেইমার। সেসময় ভয়াবহ হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবু ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নামের পাশে ১২৮ ম্যাচে ৭৯ গোল।

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়াতে সম্মত হয়েছেন। ফুটবলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, নেইমারের নতুন চুক্তি কার্যকর থাকবে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ইনজুরি কাটিয়ে নভেম্বরে মাঠে ফেরার পর দারুণ ফর্মে আছেন। সান্তোসের হয়ে সাত ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি, আছে হ্যাটট্রিকও।
নতুন চুক্তি হয়ে থাকলে নেইমার এখন ভালোভাবে প্রস্তুতি দিতে পারবেন বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাওয়ার জন্য। ২০২৬ বিশ্বকাপ হবে জুন মাসে। তার আগে সান্তোসের হয়ে দারুণ পারফরম্যান্সই নেইমারকে ব্রাজিল দলে জায়গা করে দিতে পারে।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যে জানিয়েছেন, ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতেই বিশ্বকাপ দল চূড়ান্ত করা হবে।
২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি নেইমার। সেসময় ভয়াবহ হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবু ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নামের পাশে ১২৮ ম্যাচে ৭৯ গোল।

বিশ্বকাপে জায়গা পেতে যে সিদ্ধান্ত নিলেন নেইমার
স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়াতে সম্মত হয়েছেন। ফুটবলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, নেইমারের নতুন চুক্তি কার্যকর থাকবে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ইনজুরি কাটিয়ে নভেম্বরে মাঠে ফেরার পর দারুণ ফর্মে আছেন। সান্তোসের হয়ে সাত ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি, আছে হ্যাটট্রিকও।
নতুন চুক্তি হয়ে থাকলে নেইমার এখন ভালোভাবে প্রস্তুতি দিতে পারবেন বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাওয়ার জন্য। ২০২৬ বিশ্বকাপ হবে জুন মাসে। তার আগে সান্তোসের হয়ে দারুণ পারফরম্যান্সই নেইমারকে ব্রাজিল দলে জায়গা করে দিতে পারে।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যে জানিয়েছেন, ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতেই বিশ্বকাপ দল চূড়ান্ত করা হবে।
২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি নেইমার। সেসময় ভয়াবহ হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবু ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নামের পাশে ১২৮ ম্যাচে ৭৯ গোল।




