ব্রেকিং
তিন বছর পর নেইমারের চমক
তিন বছর পর হ্যাটট্রিক করলেন নেইমার। ছবি: সংগৃহীত

নেইমার ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকার জন্য কতটা ব্যাকুল তা বোঝা যাচ্ছে তার মাঠের পরিশ্রমে। ব্রাজিলিয়ান ফুটবল লিগে আগের রাউন্ডে সান্তোসের হয়ে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট নিয়েই খেলেছিলেন নেইমার। বুধবারও তিনি খেললেন সেই চোট নিয়েই।

এদিন নেইমার দারুণ পারফরম্যান্সে নিজের শৈশবের ক্লাব সান্তোসকে অবনমন অঞ্চল থেকে বের করে আনলেন। ব্রাজিলিয়ান লিগে ব্রাসিলেইরাওতে জুভেন্তুদির বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন তিন বছর আগে। সেটি ছিল ২০২২ সালের এপ্রিলে প্যারিস সেন্ট জার্মেই এর জার্সিতে ক্লেরমঁর বিপক্ষে।

৩৩ বছর বয়সী নেইমার দ্বিতীয়ার্ধের মাত্র ১৭ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন। ৫৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোলের পর ৬৪ মিনিটে ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে করেন দ্বিতীয় গোল। এরপর ৭৩ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার। ৮৩ মিনিটে নেইমারকে উঠিয়ে নেন সান্তোসের কোচ।

ইএসপিএন ব্রাজিলের সূত্র অনুযায়ী, মৌসুম শেষ হলে নেইমারের হাঁটুতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার লাগতে পারে। তার আগে এই হ্যাটট্রিকে নেইমার ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে বার্তা দিয়ে রাখলেন যে তিনি ফুরিয়ে যাননি।