ব্রেকিং
অস্ট্রেলিয়া দলে বাংলাদেশের সেই ফুটবলার
আরহাম ইসলাম। ছবি: সংগৃহীত

সম্প্রতি এসবিএস কাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ফুটবল। অনূর্ধ্ব-২০ পর্যায়ের এই টুর্নামেন্টের দলে আছেন আরহাম ইসলাম। নামটা চেনা চেনা লাগতে পারে এই দেশের ফুটবল প্রেমীদের কাছে। গেল বছর বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন আরহাম।

গত বছরের নভেম্বরে কম্বোডিয়ায় এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। সেই দলে ডাক পেয়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ফুটবলার আরহাম। অবশ্য লাল সবুজ জার্সিতে সেটিই ছিল তার শেষ ম্যাচ।

চলতি মাসের মাঝামাঝিতে অস্ট্রেলিয়া জাপানের মাটিতে ত্রিদেশীয় একটি সিরিজ খেলবে। সেখানে অস্ট্রেলিয়া, জাপান ছাড়াও খেলবে স্পেনের অনূর্ধ্ব-২০ দল।

এই টুর্নামেন্টে খেললে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে আরহামের। কারণ ফিফার আর্টিকেল ৫, অনুচ্ছেদ ৩ বলছে একজন ফুটবলার তার ক্যারিয়ারে এক বারই জাতীয়তা পরিবর্তন করতে পারেন।