ব্রেকিং
আজ ফুটবল বিশ্বকাপের ড্র, দেখা যাবে যেখানে
আজ ফুটবল বিশ্বকাপের ড্র।

২০২৬ সালে ৪৮ দল নিয়ে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ড্র যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে আজ ৫ ডিসেম্বর, শুক্রবার। পোটোম্যাক নদীর তীরে কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ড্র। এরই মধ্যে নিশ্চিত হয়েছে বিশ্বকাপের ৪২ দল, বাকি ছয়টি দল আসবে প্লে-অফ থেকে।

চলুন ড্রয়ের আগে জেনে নেওয়া যাক খুঁটিনাটি-

ড্র কখন : বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠান।

কোথায় দেখা যাবে : অনুষ্ঠান ফিফার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে দেখাবে।

যেভাবে সাজানো হয়েছে পট :

পট ১ : কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট ২ : ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট ৩ : নরওয়ে, পানামা, মিসর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরিকোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।

পট ৪ : জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড ও প্লে-অফ থেকে আসা ছয়টি দল।

যেভাবে ড্র হবে : ড্র শুরু হবে ১ নম্বর পটের দলগুলোকে দিয়ে। একে একে ‘এ’ থেকে ‘এল’ পর্যন্ত ১২টি গ্রুপের জন্য তাদের নাম তোলা হবে। এরপর ধারাবাহিকভাবে বাকি পটগুলোর নামও এইভাবে তোলা হবে।

বিধিনিষেধ : এক গ্রুপে একই মহাদেশের দুই দল নয়। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো গ্রুপে একই কনফেডারেশনের দুটি দল রাখা যাবে না। তবে ব্যতিক্রম শুধু ইউরোপ (উয়েফা)। এক বা দুটি ইউরোপিয়ান দল থাকতে পারে একটি গ্রুপে।

ব্যতিক্রম : ফিফা নিশ্চিত করেছে যে স্পেন (শীর্ষ বাছাই) ও আর্জেন্টিনা (দ্বিতীয় বাছাই) ড্রয়ের দুই বিপরীত ভাগে থাকবে, যাতে তারা ফাইনালের আগে মুখোমুখি না হয়। একই ব্যবস্থা রাখা হয়েছে ফ্রান্স (তৃতীয়) ও ইংল্যান্ডের (চতুর্থ) জন্য।

তিন স্বাগতিক দলের গ্রুপ আগেই ঠিক : সূচির সুবিধার্থে তিন স্বাগতিককে আগে থেকেই গ্রুপ নির্ধারণ করে রেখেছে ফিফা। মেক্সিকো গ্রুপ ‘এ’ তে। ১১ জুন আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবে তারা। গ্রুপ ‘বি’ তে থাকা কানাডা টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। গ্রুপ ‘ডি’ তে থাকা যুক্তরাষ্ট্র খেলবে চতুর্থ ম্যাচ।