ব্রেকিং
ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ হাজার কোটি টাকার জুয়া কেলেঙ্কারি
ইংলিশ প্রিমিয়ার লিগ লোগো

কদিন আগেই জুয়া কেলেঙ্কারিতে ঝড় ওঠে তুরস্কের ফুটবলে। ওই ঘটনায় বেশ কয়েকজন ফুটবলার ও রেফারিকে আজীবনের জন্য নিষেধাজ্ঞাও দেওয়া হয়। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনের প্রধান মালিক ও চেয়ারম্যান টনি ব্লুমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি গোপনে ৬০ কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার কোটি টাকার জুয়া সিন্ডিকেটের সঙ্গে জড়িত।

অভিযোগ অনুযায়ী,বাজির কিছু হিসাব ব্যবহার করা হয়েছে যুক্তরাজ্যের রাজনৈতিক দল ‘রিফোর্ম ইউকে’ এর এমপি নাইজেল ফারাজের প্রাক্তন চিফ অফ স্টাফের নামে।

উচ্চ আদালতে দাখিল করা ১৯ পাতার নথি অনুযায়ী, এটি ব্লুম ও তার প্রাক্তন সহযোগী রায়ান ডাডফিল্ডের মধ্যে চলমান বিরোধের অংশ। তাদের আইনজীবীরা দাবি করেছেন যে বাজি থেকে প্রাপ্ত লাভ হিসেবে প্রায় ১৯ কোটি পাউন্ড পাওনার জন্যই এই দ্বন্দ্বে জড়িয়েছে তারা।

জুয়ার এই সংস্থাটি ‘স্টারলিজার্ড বেটিং সিন্ডিকেট’ নামে পরিচিত। তাদের বার্ষিক আয় ৬০ কোটি পাউন্ড। নথি অনুযায়ী, বাজি খেলানো হয় ফুটবলার, খেলোয়াড় ও ব্যবসায়ীদের ব্যাংক হিসাবের মাধ্যমে।

ব্রাইটনের চেয়ারম্যান টনি ব্লুম বিশ্বের সবচেয়ে সফল জুয়া খেলোয়াড়দের মধ্যে একজন। কথিত আছে তার আয়ের বড় অংশ আসে এই ধরনের কার্যক্রমের থেকে।