ব্রেকিং
ম্যাচ হেরে যা বললেন রিয়াল মাদ্রিদ কোচ
রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো।

লা লিগায় রিয়াল মাদ্রিদের শীর্ষস্থান হাতছাড়া হয়েছে আগেই। রবিবার ঘরের মাঠে রিয়াল ২-০ তে হেরেছে সেলতা ভিগোর বিপক্ষে। তাতে পয়েন্টের ব্যবধান বেড়ে যাওয়ায় লস ব্লাঙ্কোসদের তিনে নেমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এ নিয়ে লিগে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই পয়েন্ট হারাল রিয়াল। টানা তিনটি ড্র করার পর একটি ম্যাচ তারা জিতেছিল। এরপরই রবিবার আবার হেরে গেল। অবশ্য ম্যাচ হারলেও হতাশ হচ্ছেন না রিয়ালের কোচ জাবি আলোনসো। লিগ শিরোপার দৌড়ে লড়াই চালিয়ে যেতে চান রিয়াল মাদ্রিদ কোচ।

জাবি আলোনসো বলেন, ‘আমরা সবাই একতাবদ্ধ। আমরা জানি, ফুটবল এমনই। এই পরাজয় আমাদেরকে কষ্ট দেবে, তবে সামনে তাকাতে হবে। আমাদের সবার দায় এটি, একসঙ্গেই সবকিছু ভালো করতে হবে। যে পয়েন্টগুলো হারিয়েছি, তা গুরুত্বপূর্ণ, তবে চূড়ান্ত নির্ধারক নয়। অনেক পথ বাকি এখনও।‘

চ্যাম্পিয়ন্স লিগেও এবার ধারাবাহিক নয় মাদ্রিদের ক্লাবটি। শেষ ম্যাচে অবশ্য অলিম্পিয়াকোসের বিপক্ষে জিতেছে ৪-৩ গোলে।

লা লিগায় ১৬ ম্যাচে ৪০ পয়েন্টে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৬ পয়েন্টে দুইয়ে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্টে তিনে ভিয়ারিয়াল।