ব্রেকিং
বার্সেলোনার জার্সিতে তোরেসের হ্যাটট্রিক
ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিক করলেন তোরেস, বার্সেলোনার জার্সিতে দ্বিতীয়। ছবি: বার্সেলোনা ফেসবুক

লা লিগার ম্যাচে বেতিসের মাঠে শুরুতেই গোল হজম করে বার্সেলোনা। তবে দুই মিনিটের মধ্যে দুই গোলে দলকে লিড এনে দেন ফেরান তোরেস। স্প্যানিশ এই ফরোয়ার্ড করেন হ্যাটট্রিকও। শেষ পর্যন্ত বার্সেলোনা ৫-৩ গোলে হারিয়েছে বেতিসকে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই বার্সেলোনাকে চমকে দেয় বেতিস। স্বাগতিকদের লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আন্তোনি। ম্যাচের ১১ ও ১৩ মিনিটে বেতিসের জালে বল পাঠান তোরেস। ৩১ মিনিটে ব্যবধান বাড়ান বার্দগি। পেদ্রির থ্রু বল ধরে প্রতিপক্ষের কাটিয়ে গোল করেন ২০ বছর বয়সী উইঙ্গার। ৪০ মিনিটে হ্যাটট্রিকের আনন্দে মাতেন তোরেস। বক্সের বাইরে থেকে তার নেয়া শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। তোরেসের ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিক এটি, বার্সেলোনার জার্সিতে দ্বিতীয়।

৫৯ মিনিটে ঠাণ্ডা মাথার স্পট কিকে দলের পঞ্চম গোলটি করেন লামিন ইয়ামাল। ৮৫ মিনিটে কাছ থেকে শটে ব্যবধান কমান দিয়েগো লরেন্তে। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্পট কিকে বেতিসের তৃতীয় গোলটি করেন চুচো হার্নান্দেজ। কুন্দে বক্সে আব্দেকে ফেলে দিলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

১৬ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৪০। চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। রবিবার রাতে রিয়ালের ম্যাচ সেল্তা ভিগোর বিপক্ষে।