শিরোনাম

বার্সার কাছে হারে চাকরি গেল রিয়াল কোচের

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
বার্সার কাছে হারে চাকরি গেল রিয়াল কোচের
রিয়ালের দায়িত্বে নেই কোচ জাবি আলোনসো (ছবি: সংগৃহীত)

বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে হারের পর রিয়াল মাদ্রিদ তাদের কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোষণা দিলো। বার্সার কাছে ৩-২ গোলে হারের ২৪ ঘণ্টা না পার হতেই পারস্পরিক সমঝোতায় ক্লাব ছাড়লেন জাবি আলোনসো।

ফলে কোচ হিসেবে আলোনসোর রিয়াল মাদ্রিদে যাত্রা আট মাসেই শেষ হলো।

সোমবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে মাদ্রিদের ক্লাবটি জানায়, রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব জানাচ্ছে যে, ক্লাব এবং জাবি আলোনসোর পারস্পরিক সম্মতিতে প্রথম দলের কোচ হিসেবে তার অধ্যায়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা আরও বলেছে, জাবি আলোনসো সর্বদা রিয়াল মাদ্রিদের সব সদস্য ও সমর্থকদের ভালোবাসা এবং শ্রদ্ধা পাবেন। কারণ তিনি এই ক্লাবের একজন কিংবদন্তি এবং সর্বদা আমাদের ক্লাবের আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছেন। রিয়াল মাদ্রিদ সব সময়ই তার নিজের ঘর হয়ে থাকবে।

আরও যোগ করেছে তারা, আমাদের ক্লাব জাবি আলোনসো এবং তার পুরো টেকনিক্যাল টিমকে তাদের কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য ধন্যবাদ জানাচ্ছে। একইসঙ্গে তাদের জীবনের এই নতুন পর্যায়ের জন্য শুভকামনা জানাচ্ছে।

জাবির উত্তরসূরি হিসেবে কাস্তিয়া কোচ আলভারো আলবেরোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।

/টিই/