ব্রেকিং
বিশ্বকাপের গ্রুপ অব ডেথে আর্জেন্টিনা!
আলভারেজ, মেসি ও লাউতারো। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্রয়ের পর আলোচনা শুরু হয়েছে কোনটি গ্রুপ অব ডেথ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপ কি সহজ হলো না কঠিন। বেশিরভাগ সংবাদমাধ্যম বলছে এবার বিশ্বকাপে তুলনামূলক সহজ গ্রুপই পেয়েছে আলবিসেলেস্তেরা।

তবে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক ওয়েব সাইট অপ্টা বলছে ভিন্ন কথা। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে খেলবে ‘জে’ গ্রুপে। অস্ট্রিয়া, আলজেরিয়া আর জর্ডানকে নিয়ে গড়া গ্রুপকে র‌্যাংকিংয়ের হিসেবে বা খালি চোখে সহজই মনে হচ্ছে। কিন্তু অপ্টার পাওয়ার র‍্যাঙ্কিং অনুযায়ী ফিফা বিশ্বকাপ ২০২৬ এর সবচেয়ে শক্তিশালী গ্রুপ হিসেবে উঠে এসেছে গ্রুপ ‘জে’। ১২টি গ্রুপের মধ্যে পরিসংখ্যান বলছে, এটাই টুর্নামেন্টের ‘গ্রুপ অব ডেথ’।

গ্রুপ ‘জে’ এর চার দলের গড় রেটিং ৭৭.১। অবশ্য গড় এত বেশি হওয়ার মূল কারণ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল অপ্টার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে। তাদের রেটিং ৯৭.৮। গ্রুপে আরও দুদল আছে যাদের র‍্যাঙ্কিংয়ে ৩১ বা তারও উপরে অবস্থান করছে।

অস্ট্রিয়ার পাওয়ার রেটিং ৭৫.৩। পরিসংখ্যান অনুযায়ী তারা গ্রুপের দ্বিতীয় শক্তিশালী দল। তাদের পরে আছে আলজেরিয়া, যাদের রেটিং ৭২.২। জর্ডানের রেটিং ৬৩.১ এবং র‌্যাঙ্কিং ৫৮। চার দলের গড় র‌্যাঙ্কিং দাঁড়িয়েছে ২৯.৩।

যত যাই বলা হোক এই গ্রুপে ফেভারিট আর্জেন্টিনাই।