শিরোনাম

বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ইনফান্তিনো

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ইনফান্তিনো
জিয়ান্নি ইনফান্তিনো (ছবি: সংগৃহীত)

ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চেষ্টার ত্রুটি রাখছে না ফেডারেশন অব ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ দেশ। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে এমন দেশ বেড়েছে। ৬৪ দেশের বিশ্বকাপ খেলা নিয়েও আলোচনা হচ্ছে।

বাংলাদেশকেও বিশ্বকাপে দেখতে চান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমন কথা বলেছেন তিনি।

ফিফা প্রেসিডেন্টের পোস্ট (ছবি: ইন্সটাগ্রাম)
ফিফা প্রেসিডেন্টের পোস্ট (ছবি: ইন্সটাগ্রাম)

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ইনফান্তিনো। সেখানে কথা বলেছেন বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাঁ, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে।’

আরও লেখেন, প্রতিটি দেশেরই ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ আছে। বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নই ফিফার মূল লক্ষ্য। ২০২৬ বিশ্বকাপ থেকে টুর্নামেন্টের পরিধি বাড়ানো হয়েছে। এতে প্রথমবারের মতো সুযোগ পাচ্ছে একাধিক দেশ। কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তানের মতো দলগুলোর উদাহরণ টেনে ইনফান্তিনো বলেন, দরজা এখন আরও উন্মুক্ত।

ইনফান্তিনোর মতে, ফুটবল উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বয়সভিত্তিক দল গঠন, কোচিং স্ট্যান্ডার্ড উন্নয়ন এবং নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে অগ্রগতি হলে বাংলাদেশের মতো দেশও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে পারে।

/টিই/