ব্রেকিং
এমবাপ্পে জাদুতে পথে ফিরলো রিয়াল মাদ্রিদ
গোলের পর কামাভিঙ্গাকে নিয়ে উল্লাসে মাতেন এমবাপ্পে (বাঁয়ে)। ছবি: ফেসবুক

লা লিগায় আগের রাউন্ডে জিরোনার মাঠে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। এবার দলকে জয়ে ফেরালেন কিলিয়ান এমবাপ্পে। সান মামেসে বুধবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল ৩-০ তে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। এই জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনলো জাবি আলোনসোর দল।

ম্যাচের সপ্তম মিনিটে নিজেদের সীমানা থেকে উঁচু করে বল বাড়ান ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। মাঝমাঠের কাছে দারুণভাবে বল নিয়ন্ত্রণে নেন এমবাপ্পে। এরপর একজনকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে দলকে এগিয়ে নেন। রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়ার দুটি সেভ এগিয়ে রাখে রিয়ালকে।

৩৮ মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন উনাই সিমোন। ৪২ মিনিটে কামাভিঙ্গা হেডে গোল করে ব্যবধান বাড়ান। ৫৯ মিনিটে লেফট ব্যাক আলভারো কারেরাসের পাস পেয়ে, ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে বল জালে পাঠান এমবাপ্পে। এবারের লা লিগায় ১৫ ম্যাচ ১৬ গোল হলো এমবাপ্পের। ৭৮তম মিনিটে একসঙ্গে এমবাপ্পে ও ভিনিকে তুলে নেন কোচ, একই সঙ্গে এদের মিলিতাওকেও। তাদের জায়গায় নামেন রদ্রিগো, ব্রাহিম দিয়াস ও গন্সালো গার্সিয়া।

১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বিলবাও।