শিরোনাম

প্যারিস এফসির কাছে হেরে বিদায় পিএসজির

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
প্যারিস এফসির কাছে হেরে বিদায় পিএসজির
ডার্বিতে পিএসজিকে হারিয়েছে প্যারিস এফসি (ছবি: সংগৃহীত)

ফ্রেঞ্চ কাপে বড় ধরনের অঘটন ঘটিয়ে শিরোপাধারী প্যারিস-সেন্ট-জার্মেইকে (পিএসজি) বিদায় করে দিয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসি। সোমবার রাতে (১২ জানুয়ারি) প্যারিস এফসির এই জয় শুধু চমকই নয়, বরং ক্লাব ইতিহাসে পিএসজির বিপক্ষে প্যারিস এফসির প্রথম জয়ও।

চলতি মাসের শুরুতে দুই দল লিগে মুখোমুখি হয়েছিল, সেখানে পিএসজি ২-১ গোলে জয়ী হয়েছিল। এই মৌসুমেই লিগ টু থেকে লিগ ওয়ানে উঠেছে প্যারিস এফসি।

কোপ দ্য ফ্রান্সের রেকর্ড ১৬ বারের চ্যাম্পিয়ন পিএসজি এই হারের ফলে ২০১২-১৩ মৌসুমের পর প্রথমবারের মতো শেষ ৩২ এ উঠতে ব্যর্থ হলো। ঘরের মাঠে ম্যাচজুড়েই আধিপত্য ছিল পিএসজির, কিন্তু একের পর এক সুযোগ নষ্টের মাশুল দিতে হয়েছে তাদের।

ম্যাচের ৭৪তম মিনিটে একমাত্র গোলটি করেন বর্তমানে প্যারিস এফসিতে খেলা উইঙ্গার জোনাথান ইকোনে। ইকোনে এর আগে পিএসজিতে খেলেছেন। পিএসজির যুব একাডেমিতে বেড়ে ওঠা এই ফরোয়ার্ড ২০১৬–১৭ মৌসুমে ক্লাবটির হয়ে ৭ ম্যাচ খেলেছিলেন। পরে লিল ও ফিওরেন্তিনায় দীর্ঘ সময় কাটিয়ে এখন প্যারিস এফসির জার্সিতে ইতিহাস গড়লেন তিনি পুরোনো ক্লাবের বিপক্ষেই।

ম্যাচ শেষে ফ্রান্স টেলিভিশনকে ইকোনে বলেন, ‘আমরা খুবই খুশি। দারুণভাবে রক্ষণ সামলেছি। গোলটা করতে পেরে আমি আনন্দিত। এটা শুধু আনন্দের মুহূর্ত। আশা করি, এটাই আমার শেষ গোল নয়।’

১৯৬৯ সালে প্যারিস এফসি প্রতিষ্ঠিত হলেও তাদের নেই তেমন কোনো গৌরবগাথা। স্কোয়াডের বাজারমূল্যেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল ফারাক। ট্রান্সফারমার্কের তথ্য অনুযায়ী, প্যারিস এফসির স্কোয়াডের বর্তমান বাজারমূল্য ৯ কোটি ৫২ লাখ ইউরো, পিএসজির স্কোয়াডের দাম ১১৯ কোটি ইউরো!

বোঝাই যাচ্ছে পিএসজির বিপক্ষে প্যারিস এফসির জয়টা কতটা আনন্দের ক্লাবটির ভক্ত-সমর্থকদের জন্য।

/টিই/