শিরোনাম

বরখাস্ত আমোরিম, ম্যানইউর নতুন কোচ যিনি

স্পোর্টস ডেস্ক
বরখাস্ত আমোরিম, ম্যানইউর নতুন কোচ যিনি
রুবেন আমোরিম। ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ৩১ পয়েন্টে ছয় নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ পাঁচ ম্যাচের মধ্যে জয় মাত্র একটিতে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলগুলোর বিপক্ষেও সুবিধা করতে পারছে না রেড ডেভিলরা। দলের এমন ব্যর্থতায় চাকরি হারালেন হেড কোচ রুবেন আমোরিম।

পর্তুগিজ এই কোচের সঙ্গে চাকরি হারায় তার পুরো কোচিং স্টাফ। আমোরিমের স্থলাভিষিক্ত হবেন সাবেক স্কটিশ ফুটবলার ড্যারেন ফ্লেচার। সিনিয়র দলের কোচ হিসেবে এটাই তার প্রথম চাকরি। আগামী বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলির বিপক্ষে কোচের দায়িত্ব পালন করবেন ফ্লেচার। ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ড্যারেন ফ্লেচার। জিতেছেন পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

Flecher
Flecher

গত রবিবার (৪ জানুয়ারি) লিডস ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। তার আগেই আমোরিম ইঙ্গিত দিয়েছিলেন, ক্লাবের সঙ্গে তার সম্পর্ক ভালো নেই তার। কোচ হিসেবে না হলেও ম্যানেজার হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচ হিসেবে রুবেন আমোরিম দায়িত্ব ছেড়েছেন। নভেম্বর ২০২৪-এ তিনি নিয়োগ পান এবং তার অধীনে দল মে মাসে বিলবাওয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছিল। বর্তমান লিগ অবস্থান বিবেচনায় নিয়ে ক্লাব অনিচ্ছা সত্ত্বেও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে মৌসুমের বাকি সময়ে সর্বোচ্চ ফল পাওয়ার সুযোগ তৈরি হয়।'

২০২৪ সালের নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন ৪০ বছর বয়সী রুবেন আমোরিম। তার অধীনে ৬৩ ম্যাচে ২৫টি ম্যাচ জিতেছে রেড ডেভিলরা।

/টিই/