শিরোনাম

বাংলাদেশের সিদ্ধান্তকে সঠিক বললেন আফ্রিদি

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
বাংলাদেশের সিদ্ধান্তকে সঠিক বললেন আফ্রিদি
বাংলাদেশের সিদ্ধান্তকে সঠিক মনে করেন শহিদ আফ্রিদি। ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়া হয় মোস্তাফিজুর রহমানকে। এর প্রতিক্রিয়ায় একই কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির কাছে বিকল্প ভেন্যু চেয়ে চিঠিও দিয়েছে তারা।

বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। তার মতে, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক।

আফ্রিদি বলেন, ‘ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার। ভারতই শুরু করছে এবং শেষ এরাই করবে। অন্যরা এনাদের (ভারতের) সাথে চলাচল বন্ধ করে দেবে। যেমন দেখা যাচ্ছে, বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। টাকার দাপটে চলতেছে ভারত।’

আইসিসির বর্তমান সভাপতি জয় শাহ। তিনি একজন ভারতীয়। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও সভাপতি ছিলেন। আইসিসির শীর্ষ নেতৃত্বে ভারতীয় থাকায় অনেকেই মনে করেন আইসিসিতে তাদের বাড়তি প্রভাব আছে।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আইসিসিতে ভালো চিন্তাধারার মানুষ আছে। আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির এর সাথে সম্পৃক্ত হওয়া খুবই জরুরী। ইন্ডিয়ার দিকে তারা বেশি ঝুঁকে থাকে, সেটা দ্রুত শেষ করতে হবে, ক্রিকেটকে অব্যাহত রাখতে হলে।’

/টিই/