
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেয়ার বিষয়ে উত্তপ্ত ক্রিকেটাঙ্গণ। ভারতে অনেকেই বিষয়টির সমালোচনা করেছেন।

রবিবার (৪ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তাবিথ আউয়াল বলেন, ‘কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মোস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ।’

নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘ওয়ানডেতে আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। যদি আমরা নিরাপদ অবস্থানে থাকতাম, তাহলে হয়তো পুরো টুর্নামেন্টের জন্য মোস্তাফিজকে এনওসি দিতে পারতাম।

৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। নতুন সেনসেশন কার্তিক এর গল্প ত্যাগ ও সংগ্রামের এক অনন্য উদাহরণ।

আবুধাবিতে মিনি নিলামে ৩৬৯ ক্রিকেটার থেকে ৭৭ জন দল পেয়েছেন। ফলে পূর্ণ হয়েছে প্রতি দলের ২৫ জনের কোটা।

২ কোটি ভিত্তি মূল্যের এই পেসারের জন্য লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সও।

একটি ফ্র্যাঞ্চাইজি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গড়তে পারবে। বিদেশি খেলোয়াড় থাকতে পারবে সর্বোচ্চ ৮ জন। স্কোয়াডে অন্তত ১৮ জন খেলোয়াড় থাকতেই হবে।

খেলোয়াড়রা আইপিএল-এ দল পেলে নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার আবুধাবিতে নিলাম পূর্ব সভায় বিদেশি ক্রিকেটারদের প্রাপ্যতা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে হালনাগাদ তথ্য জানানোর কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।

২০২৫ সালে ৩৫ টি-টোয়েন্টি ইনিংসে ৮৪০ রান করেন লিভিংস্টন। ধারণা করা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস লিভিংস্টনের জন্য নিলামে লড়বেন। এবার তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি।

নিলামের জন্য চূড়ান্ত হওয়া ৩৫০ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। নিলাম থেকে ৭৭ ক্রিকেটারকে কেনার সুযোগ আছে, বিদেশি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩২ জন দল পাবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সাবেক প্রোটিয়া অধিনায়ক জানান, ‘আইপিএলে ১৪ মৌসু