মেলবোর্নে জোকোভিচের সেঞ্চুরি

মেলবোর্নে জোকোভিচের সেঞ্চুরি
সিটিজেন-স্পোর্টস-ডেস্ক

বছরের ৪ গ্র্যান্ড স্লামের মধ্যে আগেই ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে জয়ের সেঞ্চুরি পূর্ণ করেছেন নোভাক জোকোভিচ। এবার অস্ট্রেলিয়ান ওপেনেও শততম জয় পেলেন সার্বিয়ান এই টেনিস কিংবদন্তি।
সোমবার (১৯ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জোকোভিচ ৬-৩, ৬-২, ৬-২ সেটে হারান স্পেনের পেদ্রো মার্টিনেজকে। তাতে মেলবোর্ন পার্কে নিজের ক্যারিয়ারের ১০০তম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেন জোকোভিচ।
ম্যাচ শেষে রড লেভার অ্যারেনার বড় পর্দায় মেলবোর্নে তার সেরা মুহূর্তগুলোর ভিডিও চলার সময় হাসিমুখে জোকোভিচ বলেন, ‘আমি কী বলবো? শুনতেই ভালো লাগছে, সেঞ্চুরিয়ান হওয়াটা দারুণ অনুভূতি। ইতিহাস গড়া সত্যিই বিশেষ।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে ক্যারিয়ারের শেষ পাঁচ থেকে দশ বছরে ইতিহাস গড়ার বিষয়টি আমাকে দারুণ অনুপ্রেরণা দেয়। এটা নিঃসন্দেহে আমার সবচেয়ে প্রিয় কোর্ট। এই কোর্ট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি সবসময় দর্শকদের কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি।’
পরের রাউন্ডে ইতালির ফ্রানচেসকো মায়েস্ত্রেল্লির মুখোমুখি হবেন জোকোভিচ।

বছরের ৪ গ্র্যান্ড স্লামের মধ্যে আগেই ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে জয়ের সেঞ্চুরি পূর্ণ করেছেন নোভাক জোকোভিচ। এবার অস্ট্রেলিয়ান ওপেনেও শততম জয় পেলেন সার্বিয়ান এই টেনিস কিংবদন্তি।
সোমবার (১৯ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জোকোভিচ ৬-৩, ৬-২, ৬-২ সেটে হারান স্পেনের পেদ্রো মার্টিনেজকে। তাতে মেলবোর্ন পার্কে নিজের ক্যারিয়ারের ১০০তম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেন জোকোভিচ।
ম্যাচ শেষে রড লেভার অ্যারেনার বড় পর্দায় মেলবোর্নে তার সেরা মুহূর্তগুলোর ভিডিও চলার সময় হাসিমুখে জোকোভিচ বলেন, ‘আমি কী বলবো? শুনতেই ভালো লাগছে, সেঞ্চুরিয়ান হওয়াটা দারুণ অনুভূতি। ইতিহাস গড়া সত্যিই বিশেষ।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে ক্যারিয়ারের শেষ পাঁচ থেকে দশ বছরে ইতিহাস গড়ার বিষয়টি আমাকে দারুণ অনুপ্রেরণা দেয়। এটা নিঃসন্দেহে আমার সবচেয়ে প্রিয় কোর্ট। এই কোর্ট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি সবসময় দর্শকদের কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি।’
পরের রাউন্ডে ইতালির ফ্রানচেসকো মায়েস্ত্রেল্লির মুখোমুখি হবেন জোকোভিচ।

মেলবোর্নে জোকোভিচের সেঞ্চুরি
সিটিজেন-স্পোর্টস-ডেস্ক

বছরের ৪ গ্র্যান্ড স্লামের মধ্যে আগেই ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে জয়ের সেঞ্চুরি পূর্ণ করেছেন নোভাক জোকোভিচ। এবার অস্ট্রেলিয়ান ওপেনেও শততম জয় পেলেন সার্বিয়ান এই টেনিস কিংবদন্তি।
সোমবার (১৯ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জোকোভিচ ৬-৩, ৬-২, ৬-২ সেটে হারান স্পেনের পেদ্রো মার্টিনেজকে। তাতে মেলবোর্ন পার্কে নিজের ক্যারিয়ারের ১০০তম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেন জোকোভিচ।
ম্যাচ শেষে রড লেভার অ্যারেনার বড় পর্দায় মেলবোর্নে তার সেরা মুহূর্তগুলোর ভিডিও চলার সময় হাসিমুখে জোকোভিচ বলেন, ‘আমি কী বলবো? শুনতেই ভালো লাগছে, সেঞ্চুরিয়ান হওয়াটা দারুণ অনুভূতি। ইতিহাস গড়া সত্যিই বিশেষ।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে ক্যারিয়ারের শেষ পাঁচ থেকে দশ বছরে ইতিহাস গড়ার বিষয়টি আমাকে দারুণ অনুপ্রেরণা দেয়। এটা নিঃসন্দেহে আমার সবচেয়ে প্রিয় কোর্ট। এই কোর্ট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি সবসময় দর্শকদের কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি।’
পরের রাউন্ডে ইতালির ফ্রানচেসকো মায়েস্ত্রেল্লির মুখোমুখি হবেন জোকোভিচ।




