বছরের ৪ গ্র্যান্ড স্লামের মধ্যে আগেই ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে জয়ের সেঞ্চুরি পূর্ণ করেছেন নোভাক জোকোভিচ। এবার অস্ট্রেলিয়ান ওপেনেও শততম জয় পেলেন সার্বিয়ান এই টেনিস কিংবদন্তি।
ব্রিসবেন ইন্টারন্যাশনালে নারী এককের সেমিফাইনালে ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে ফাইনালে উঠেছে অ্যারিনা সাবালাঙ্কা। শনিবার (১০ জানুয়ারি) ফাইনালে উঠার লড়াইয়ে সাবালেঙ্কা ৬-৩ ও ৬-৪ সেটে হারান মুচোভাকে। শিরোপা লড়াইয়ে মার্তা কোস্তিউকের মুখোমুখি হবেন সাবালেঙ্কা।