নেপালে আগামী মার্চে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশটির রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। রাজধানী কাঠমান্ডুর জনপ্রিয় মেয়র ও সাবেক র্যাপার বালেন্দ্র শাহ– যিনি ‘বালেন’ নামে পরিচিত এবং সাবেক টেলিভিশন উপস্থাপক ও রাজনীতিবিদ রবি লামিচানে একটি জোট গঠন করেছেন।