
দ্রব্যমূল্যের লাগামছাড়া ঊর্ধ্বগতি ও গভীর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে গত ১০ দিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬০ জন। নিহতদের মধ্যে চারজনের বয়স ১৮ বছরের নিচে। এ ছাড়া সংঘাত ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ২ হাজার ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।