২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক

টানা চার দিন ধরে দেশের অধিকাংশ স্থানে কুয়াশা বিরাজ করছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীসহ কিছু অঞ্চলে কুয়াশা কিছুটা কমলেও তাপমাত্রা আরও নিম্নমুখী হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, গোপালগঞ্জে আজ সকালে এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলাটিতে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এছাড়া দেশের দুই বিভাগসহ মোট ২১ জেলায় শৈত্যপ্রবাহ চলছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা কমে যাওয়ার এই প্রবণতা আরও দুই-তিন দিন থাকতে পারে। তবে রাজধানীতে আজ তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, গোপালগঞ্জে আজকের তাপমাত্রা এ মৌসুমের সর্বনিম্ন। তিনি বলেন, খুলনা ও বরিশাল বিভাগে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জেও শৈত্যপ্রবাহ চলছে। বিশেষভাবে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
খুলনা ও বরিশালে ১৬টি জেলা শৈত্যপ্রবাহের মধ্যে রয়েছে। সবমিলিয়ে ২১ জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে।
তরিফুল নেওয়াজ কবীর বলেন, আগামী দুই-তিন দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে কুয়াশা কিছুটা কমে যেতে পারে।
প্রসঙ্গত, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে এটি মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। যদি তাপমাত্রা ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে তা তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। আর ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

টানা চার দিন ধরে দেশের অধিকাংশ স্থানে কুয়াশা বিরাজ করছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীসহ কিছু অঞ্চলে কুয়াশা কিছুটা কমলেও তাপমাত্রা আরও নিম্নমুখী হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, গোপালগঞ্জে আজ সকালে এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলাটিতে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এছাড়া দেশের দুই বিভাগসহ মোট ২১ জেলায় শৈত্যপ্রবাহ চলছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা কমে যাওয়ার এই প্রবণতা আরও দুই-তিন দিন থাকতে পারে। তবে রাজধানীতে আজ তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, গোপালগঞ্জে আজকের তাপমাত্রা এ মৌসুমের সর্বনিম্ন। তিনি বলেন, খুলনা ও বরিশাল বিভাগে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জেও শৈত্যপ্রবাহ চলছে। বিশেষভাবে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
খুলনা ও বরিশালে ১৬টি জেলা শৈত্যপ্রবাহের মধ্যে রয়েছে। সবমিলিয়ে ২১ জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে।
তরিফুল নেওয়াজ কবীর বলেন, আগামী দুই-তিন দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে কুয়াশা কিছুটা কমে যেতে পারে।
প্রসঙ্গত, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে এটি মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। যদি তাপমাত্রা ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে তা তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। আর ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক

টানা চার দিন ধরে দেশের অধিকাংশ স্থানে কুয়াশা বিরাজ করছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীসহ কিছু অঞ্চলে কুয়াশা কিছুটা কমলেও তাপমাত্রা আরও নিম্নমুখী হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, গোপালগঞ্জে আজ সকালে এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলাটিতে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এছাড়া দেশের দুই বিভাগসহ মোট ২১ জেলায় শৈত্যপ্রবাহ চলছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা কমে যাওয়ার এই প্রবণতা আরও দুই-তিন দিন থাকতে পারে। তবে রাজধানীতে আজ তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, গোপালগঞ্জে আজকের তাপমাত্রা এ মৌসুমের সর্বনিম্ন। তিনি বলেন, খুলনা ও বরিশাল বিভাগে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জেও শৈত্যপ্রবাহ চলছে। বিশেষভাবে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
খুলনা ও বরিশালে ১৬টি জেলা শৈত্যপ্রবাহের মধ্যে রয়েছে। সবমিলিয়ে ২১ জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে।
তরিফুল নেওয়াজ কবীর বলেন, আগামী দুই-তিন দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে কুয়াশা কিছুটা কমে যেতে পারে।
প্রসঙ্গত, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে এটি মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। যদি তাপমাত্রা ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে তা তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। আর ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।




