শিরোনাম

জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না: শফিকুর রহমান

বগুড়া-সংবাদদাতা
জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না: শফিকুর রহমান
জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জনগণ সাক্ষী– জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করে না। আমাদের হাত পবিত্র। এই পবিত্র হাত দিয়ে আমাদের প্রতিশ্রুত সব ওয়াদা বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়ায় ১০ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আল্লাহ তাআলা আমাদের সরকার গঠনের সুযোগ দিলে বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। এখানে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ও স্থাপন করা হবে।

তিনি বলেন, দেশবাসীকে কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ব, ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ নেব। বিগত ১৫ বছরে সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা দেশে এনে উন্নয়ন খাতে ব্যয় করা হবে। এমন সিস্টেম ডেভেলপ করা হবে চোরেরা যেন চুরি করতে না পারে।

জামায়াতের আমির বলেন, মা-বোনদের জীবন আমাদের জীবনের চাইতেও বেশি পবিত্র। তাদের জন্য আমরা নিরাপদ বাংলাদেশ গড়ব, ইনশাআল্লাহ।

/এসআর/