শিরোনাম

বিশ্বকাপে খেলার বিষয়ে সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে পাকিস্তান

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
বিশ্বকাপে খেলার বিষয়ে সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের (ডানে) সঙ্গে পিসিবি চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি (ছবি: সংগৃহীত)

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা তা জানা যাবে আগামী শুক্র থেকে সোমবারের মধ্যে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার (২৬ জানুয়ারি) শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হয় বৈঠক। বৈঠকের পর এমন তথ্য জানা যায় পাকিস্তানি সংবাদমাধ্যমে।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পর বিশ্বক্রিকেটে শুরু হয়েছে তোলপাড়। একদিন আগে বিশ্বকাপের দল ঘোষণা করলেও বয়কটের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তবে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের সিদ্ধান্তটা প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতে ছেড়ে দেন তিনি।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল আইসিসিকে। তবে কোনো নিরাপত্তা শঙ্কা খুঁজে না পাওয়ায় আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত পাল্টাতে বলেছিল। নয়তো বিশ্বকাপ থেকে বাদ পড়ার হুমকি পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে।

এর ফলে আইসিসি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে নতুন সূচি প্রকাশ করেছে।

বাংলাদেশ ক্রিকেটের কঠিন সময়ে তারা পাশে পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। এর আগে আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে আয়োজিত ভোটে বাংলাদেশের পক্ষে ছিল পাকিস্তান।

/টিই/