ব্রেকিং
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে উত্তাল বন্দরনগরী চট্টগ্রাম। এ সময় বিক্ষোভে ফেটে পড়েন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে তারা চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট মোড় থেকে আগ্রাবাদ পর্যন্ত বিক্ষোভ করেন। এ সময় হাদি, হাদি স্লোগানে উত্তাল হয়ে ওঠে বন্দরনগরীর রাজপথ।

বিক্ষোভে অংশ নেন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, সাবেক মহানগর সভাপতি ইমরানুল হক এবং মোহাম্মদ ফায়েদ।

শরীফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।