ব্রেকিং
ফরিদপুরে কেয়ারটেকারকে বেঁধে ৪০ ড্রাম বিটুমিন লুট
বিটুমিনের ড্রাম। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় কেয়ারটেকারকে বেঁধে সড়ক উন্নয়নের কাঁচামাল ৪০ ড্রাম বিটুমিন লুট করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে ভাঙ্গা পৌরসভার কৈডুবী রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিটুমিনের মূল্য প্রায় ছয় লাখ টাকা।

এ বিষয়ে মেসার্স বিল্লাহ কনস্ট্রাকশনের ম্যানেজার আরিফ হোসেন বলেন, পৌরসভার সড়ক উন্নয়ন নির্মাণের জন্য রাখা ৭০ ড্রাম বিটুমিন কৈডুবী রেল ক্রসিংয়ের কাছে রাখা হয়। ভোর রাতে ডাকাতদল কেয়ারটেকারকে বেধে ৪০টি ড্রাম বিটুমিন ট্রাকে তুলে নিয়ে চলে যায়। খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে পৌঁছে কেয়ারটেকার রাজ্জাককে উদ্ধার করে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগে পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে খোয়া যাওয়া বিটুমিন বা কাঁচামাল উদ্ধার করা সম্ভব হবে।