ব্রেকিং
রেমা-কালেঙ্গায় অস্ত্রের ভয় দেখিয়ে গাছ কাটে বনদস্যুরা
চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বন। ফাইল ফটো

বনদস্যুদের কথা মতো বন কর্মীরা ম্যানেজ না হলে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক গাছ কাটে চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বনে। বৃহস্পতিবার রাত ২টার দিকে খোয়াইছড়া এলাকায় বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের প্রায় ৪০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন রেমা কালেঙ্গা বনের রেঞ্জার আব্দুল খালেক। তিনি বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা কালেঙ্গা। যেখানে কয়েকটি বনদস্যু গ্রুপ নিয়মিত গাছ চুরি করে যাচ্ছে। তাদের কথা মতো বন কর্মীরা ম্যানেজ না হলে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক গাছ কাটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে ৭০-৮০ জনের একটি বনদস্যু গ্রুপ রেমা-কালেঙ্গা বনের গাছ কাটতে গেলে বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্রই বনদস্যুরা তাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আমি কিছু জানি না। বন বিভাগ মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, কর্মরত বনকর্মীরা আমাকে এখনো কিছু জানায়নি।