শিরোনাম

মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

সিটিজেন-ডেস্ক­
মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

মিয়ানমারের সীমান্ত এলাকা থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছে শিশু হুজাইফা আফনান (৯)। সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির মাথায় গুলি লেগেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) চমেক হাসপাতাল সূত্র জানায়, শিশুটির মাথায় থাকা গুলিটি বের করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা চলছে।

অ্যানেস্থেসিয়া ও আইসিইউ বিভাগের বিভাগীয় প্রধান ডা. হারুন উর রশিদ বলেন, শিশুটির অবস্থা গুরুতর। সে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে। এখনও তার মাথা থেকে গুলি বের করা যায়নি।

শিশুটির চাচা শওকত আলী বলেন, গুলিবিদ্ধ হুজাইফা আফনানকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। তার অবস্থা ভালো নয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন তালুকদার জানান, রবিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে গুলিবিদ্ধ শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে এ হাসপাতালে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন।

/এসআর/