ব্রেকিং
সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝ সাগরে স্পিডবোড ডুবি
সেন্ট মার্টিন দ্বীপ। ছবি: সিটিজেন জার্নাল

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝ সাগরে স্পিডবোট ডুবে মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিনের মাঝ সাগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সেন্টমার্টিনের ডেইল পাড়া ৩ নম্বর ওয়ার্ডের মরিয়ম খাতুন (৩৫) ও তার মেয়ে মাহিমা (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেন্টমার্টিনের ডেইল পাড়ার বাসিন্দা মরিয়ম খাতুনের বিবাহ হয়েছিল ঢাকায়। তিনি সেন্টমার্টিনে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। আজ ঢাকায় শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার পথে মাঝ সাগরে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী জানান, বারোটার দিকে চারজনকে আনা হয়। তবে আনার আগেই মরিয়ম ও তার মেয়ের মৃত্যু হয়। উদ্ধারকৃত অন্য দুই শিশু—নুফাইদা (৬) ও মাহামুদা (৯) বর্তমানে আশঙ্কামুক্ত।