ডিএসসিসির ৬টি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান

ডিএসসিসির ৬টি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৪: ২৩

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬২ ও ৬৩ নম্বর ওয়ার্ডের ভাঙ্গাপ্রেস, নয়ানগর, ছনটেক, গোবিন্দপুর, রায়েরবাগ, শেখদী এবং উত্তর কুতুবখালী এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান চালিয়েছে।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের চার শতাধিক কর্মী অংশ নেন। পরিষ্কার করা হয় ড্রেন, নর্দমা ও ফুটপাত, পাশাপাশি মশকনিধন ওষুধ ছিটানো হয়। জনসচেতনতা বাড়াতে র্যালি ও লিফলেট বিতরণও করা হয়।
অভিযানের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান, এনডিসি। সাংবাদিকদের সাথে কথোপকথনকালে ডিএসসিসির প্রশাসক বলেন, নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমেই সমাজে পরিবর্তন আনা সম্ভব। ডেঙ্গু মোকাবিলায় জনগণের সহযোগিতা অপরিহার্য উল্লেখ করে তিনি বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে তরুণদের নেতৃত্বের আহ্বান জানান।
অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধান ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬২ ও ৬৩ নম্বর ওয়ার্ডের ভাঙ্গাপ্রেস, নয়ানগর, ছনটেক, গোবিন্দপুর, রায়েরবাগ, শেখদী এবং উত্তর কুতুবখালী এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান চালিয়েছে।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের চার শতাধিক কর্মী অংশ নেন। পরিষ্কার করা হয় ড্রেন, নর্দমা ও ফুটপাত, পাশাপাশি মশকনিধন ওষুধ ছিটানো হয়। জনসচেতনতা বাড়াতে র্যালি ও লিফলেট বিতরণও করা হয়।
অভিযানের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান, এনডিসি। সাংবাদিকদের সাথে কথোপকথনকালে ডিএসসিসির প্রশাসক বলেন, নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমেই সমাজে পরিবর্তন আনা সম্ভব। ডেঙ্গু মোকাবিলায় জনগণের সহযোগিতা অপরিহার্য উল্লেখ করে তিনি বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে তরুণদের নেতৃত্বের আহ্বান জানান।
অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধান ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসির ৬টি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৪: ২৩

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬২ ও ৬৩ নম্বর ওয়ার্ডের ভাঙ্গাপ্রেস, নয়ানগর, ছনটেক, গোবিন্দপুর, রায়েরবাগ, শেখদী এবং উত্তর কুতুবখালী এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান চালিয়েছে।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের চার শতাধিক কর্মী অংশ নেন। পরিষ্কার করা হয় ড্রেন, নর্দমা ও ফুটপাত, পাশাপাশি মশকনিধন ওষুধ ছিটানো হয়। জনসচেতনতা বাড়াতে র্যালি ও লিফলেট বিতরণও করা হয়।
অভিযানের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান, এনডিসি। সাংবাদিকদের সাথে কথোপকথনকালে ডিএসসিসির প্রশাসক বলেন, নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমেই সমাজে পরিবর্তন আনা সম্ভব। ডেঙ্গু মোকাবিলায় জনগণের সহযোগিতা অপরিহার্য উল্লেখ করে তিনি বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে তরুণদের নেতৃত্বের আহ্বান জানান।
অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধান ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।