ব্রেকিং
শাহবাগ মোড় অবরোধ
ভোলা-বরিশাল সেতুর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ। ছবি: হারুন অর রশীদ

দীর্ঘদিন ধরেই ভোলা থেকে বরিশাল যাতায়াতের জন্য সেতু নির্মানের দাবি জানিয়ে আসছেন ভোলাবাসী। এবার সেতু নির্মাণসহ ৫ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা।

তা‌দের অন্য দা‌বিগু‌লো হলো— ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, গ্যাস সংযোগ প্রদানসহ অন্যান্য। অবরোধের কারণে সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। পরে তারা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চ কর্মসূচি ঘোষণা ক‌রেন।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ থেকে বাংলামোটরমুখী সড়কে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থান নেয় পুলিশ। আন্দোলনকারীরা যমুনামুখী মিছিল এগিয়ে নিতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা থামিয়ে দেয়। এ সময় সড়কের চরিদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।

আন্দোলনকারীদের দাবি, ভোলা–বরিশাল সেতু নির্মাণ এখন সময়ের দাবি, আর এই দাবির সঙ্গে ভোলার প্রতিটি মানুষের সমর্থন রয়েছে। তারা বলেন, “যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য এই সেতু অত্যন্ত জরুরি। পুরো ভোলাবাসীর দাবি বাস্তবায়নের জন্যই আমরা রাজপথে নেমেছি। আশা করি, সরকার দ্রুত আমাদের দাবি বিবেচনায় নিয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেবেন।”

তারা আরও বলেন, “আমরা কয়েক দিন ধরে পাঁচ দফা দাবিতে শাহবাগে আন্দোলন করছি। আজকের মিছিলে হাজারো মানুষ যুক্ত হয়েছেন। ভোলা–বরিশাল সেতু চালু হলে দুই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় অগ্রগতি হবে, মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। তাই আমাদের দাবি বাস্তবায়ন জরুরি।”

এ সময় তাদের হাতে “আমাদের দাবি একটাই, ভোলা-বরিশাল সেতু চাই” সম্বলিত নানান ব্যানার–ফেস্টুন দেখা যায়।

আন্দোলনকারীদের একজন সাংবাদিকদের বলেন, “ভোলা–বরিশাল সেতু আমাদের প্রধান দাবি। যাতায়াতে আমরা চরম ভোগান্তি সহ্য করি। নদী পারাপারে লঞ্চের ওপর নির্ভর করতে হয়-বিশেষ করে রাতের বেলায় যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। চিকিৎসার জন্য কাউকে ঢাকায় আনা লাগলে অনেক সময় পুরো দিন অপেক্ষা করতে হয়।”

তিনি জানান, আন্দোলনে অংশ নেওয়া সবাই ভোলা জেলার বাসিন্দা। কেউ পড়াশোনা বা চাকরির কারণে আগে থেকেই ঢাকায়, কেউ নতুন করে যোগ দিয়েছেন।