ব্রেকিং
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
জুলাই স্মৃতিস্তম্ভ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের মানড়া এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। আগুনে স্মৃতিস্তম্ভের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে দুজন ব্যক্তি প্রস্তুত করে রাখা দুইটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান চলছে।