শিরোনাম

খিলক্ষেতে এনসিপির প্রার্থীর গণসংযোগে হামলা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
খিলক্ষেতে এনসিপির প্রার্থীর গণসংযোগে হামলা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ
এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদীব খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগ করতে গেলে হামলা হয় (ছবি: সংগৃহীত)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১-দলীয় ঐক্যের ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের গণসংযোগ চলাকালে হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় ১১-দলীয় ঐক্যের দুজন আহত হয়েছেন। এনসিপি অভিযোগ করেছে, এ হামলার বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জড়িত।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে আরিফুল ইসলাম রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে৷ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।

এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম ঢাকা-১৮ আসনের প্রার্থী ।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগের সময় স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালায়৷ এতে জোটের অন্তত দুজন কর্মী গুরুতর আহত হন।

এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এনসিপি।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচনী প্রচারের সময় পরিকল্পিতভাবে সংঘটিত এসব হামলা প্রমাণ করে যে, দেশে গণতন্ত্র ও সুস্থ রাজনীতির পরিবেশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

/বিবি/