ব্রেকিং
গাজীপুরে কয়েল কারখানায় আগুন
আজ বুধবার গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার বাঘেরবাজার এলাকার স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগে। কারখানা থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখেন কর্মী ও আশপাশের লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে পড়ায় প্রথমে কারখানার নিরাপত্তাকর্মীরা পানি ও অগ্নিনির্বাপক দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, ‘চারটি ইউনিট চেষ্টা করছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।’