শিরোনাম

ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রস্তুত বিএনপির জনসভা মঞ্চ

গাজীপুর সংবাদদাতা
ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রস্তুত বিএনপির জনসভা মঞ্চ
সভা মঞ্চ। ছবি: সংবাদদাতা

বিএনপির জনসভা ঘিরে গাজীপুরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভার মঞ্চসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠের আশপাশের এলাকা ব্যানার-ফেস্টুন ও দলীয় প্রতীকে ছেঁয়ে গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রায় ২০ বছর পর গাজীপুরে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। আশপাশের জেলা ও বিভিন্ন উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

জনসভা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠ ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

গাজীপুর বিএনপির নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জনসভা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই জনসভা গাজীপুরসহ সারা দেশে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এছাড়া, দলের নির্বাচনী প্রচারণায় গতি আনবে।

/এসআর/