শিরোনাম

পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
পার্বতীপুরে বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত ফুটবল ম্যাচ। ছবি: সিটিজেন জার্নাল

দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ২০২৬ নবম আসরের খেলা শুরু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৩টায় পার্বতীপুর উপজেলার মনপুরা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মো: সাদ্দাম হোসেন।

টুর্নামেন্টে নীলফামারীর ফুটবল একাডেমি সৈয়দপুর বনাম সূর্যসেনা ক্লাব রাজবাড়ী ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। এতে ফুটবল একাডেমি সৈয়দপুর ১-০ গোলে সূর্যসেনা ক্লাব রাজবাড়ীকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ফুটবল একাডেমি সৈয়দপুরের গোলদাতা ইউনুস আকবর। তিনি নাইজেরিয়ান ফুটবলার।

খেলায় বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন বেলাইচন্তী ইয়ং সোসাইটির সভাপতি হানিফ উদ্দীন।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন পাবনার তুষার আব্দুল্লাহ। খেলায় ধারাভাষ্য বর্ণনায় ছিলেন তাইফুল ইসলাম তপু ও খোরশেদ রায়হান। খেলায় উপস্থিত ছিলেন বেলাইচন্ডি ইয়ং সোসাইটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বাবর আলী বাবর, কোষাধ্যক্ষ কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মেহেদী প্রমুখ। খেলাটি অসংখ্য দর্শক উপভোগ করেন।

শুক্রবার (৯ জানুয়ারি) টুর্নামেন্টের তৃতীয় খেলাটি অনুষ্ঠিত হবে। এতে পোড়াদহ ওয়ান্ডারাস ক্লাব কুষ্টিয়া বনাম নীলফামারীর খান ব্রাদার্স পরস্পরের মুখোমুখি হবে।

উল্লেখ্য, পার্বতীপুরে বেলাইচণ্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৫-২০২৬ এর নবম আসরে মোট ৮টি দল অংশ নিবে। আগামী ৩০ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

/এসআর/