শিরোনাম

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,-ফরিদপুর
ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার
ফরিদপুর শহরের আলীমুজ্জামান সেতু এলাকায় নিরাপত্তা জোরদার। ছবি: সিটিজেন জার্নাল

ফরিদপুর শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটের আলীমুজ্জামান সেতু থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট এটি উদ্ধার করে।

পুলিশ জানায়, আলীমুজ্জামান সেতুর (আলীপুর ব্রিজ) পশ্চিমপাড়ের রেলিংয়ের সঙ্গে রাখা এক দোকানির খড়ির পালার উপর একটি নীল রংয়ের ব্যাগ পড়ে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

এলাকাটি জনবহুল হওয়ায় যৌথবাহিনীর সদস্যরা ব্যাগটি ঘিরে অবস্থান নেন। এরপর ব্যাগের ভেতরে রাখা বৈদ্যুতিক তার দিয়ে প্যাঁচানো লাল রংয়ের একটি বস্তু উদ্ধার করে বম্ব ডিসপোজাল টিম। পরে প্রায় ৩০০ মিটার দূরে ব্রিজের নিচে নিয়ে সেটি বালুর ভেতরে রাখেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, সেনাবাহিনীর মাধ্যমে জানতে পারি, আলীপুর ব্রিজের ওপরে নীল রংয়ের একটি ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তু রাখা আছে। আমাদের টিম বস্তুটি উদ্ধার করেছে। আসলে এটি বোমা কি না– এখনো নিশ্চিত হতে পারিনি। বম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষ সদস্যরা ঢাকা থেকে এসে তা নিশ্চিত করবেন।

/এসআর/