শিরোনাম

দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজির দায় নিব না: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক,-ফরিদপুর
দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজির দায় নিব না: শামা ওবায়েদ
আলোচনা সভায় বক্তব্য দেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি: সিটিজেন জার্নাল

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমি কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দিব না। নাম ভাঙিয়ে কারো প্রতি অন্যায় করলে আমি এ দায় নিব না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বিএনপি দেশের মানুষের সেবা করে যাচ্ছে। সেই দলের নামে আমি বদনাম হতে দিব না। ধানের শীষ আমার কাছে পবিত্র মার্কা। আমরা সৎপথে উপার্জন করে জীবিকা নির্বাহ করবো।

তিনি আরও বলেন, আমরা সালথাবাসী দেশনেত্রী খালেদা জিয়ার কাছে ঋণী। তিনি সালথাকে উপজেলা করেছেন। এরপর আমার বাবা সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের নেতৃত্বে সালথা উপজেলা পরিষদ হয়।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা শাহিদুজ্জামান শাহিদ, মনির মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউপি সদস্য শাহজাহান মোল্যা প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।