শিরোনাম

ময়মনসিংহের জনসভা মঞ্চে তারেক রহমান

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহের জনসভা মঞ্চে তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-সহ অন্যরা | ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভার মঞ্চে উঠেছেন তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিএনপি চেয়ারম্যান মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। এসময় তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

বিএনপি চেয়ারম্যান দুপুরে সড়ক পথে ময়মনসিংহ পৌঁছান। দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফরে এলেন তিনি।

ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে এ সমাবেশে আসেন। এর বাইরে জামালপুর, নেত্রকোণা ও শেরপুর থেকে বাসে করে দলীয় নেতাকর্মীরা এসেছেন।

সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা উপস্থিত রয়েছেন।

/এসআর/