শিরোনাম

গাজীপুরে মকুল নিটওয়্যার বন্ধ ঘোষণা

সিটিজেন-ডেস্ক­
গাজীপুরে মকুল নিটওয়্যার বন্ধ ঘোষণা
বুধবার সকালে কাজে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ী নীলনগর এলাকার মকুল নিটওয়্যার লিমিটেড কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে কাজে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। এ সময় তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করতে দেখা যায়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিচালক বরাবর কারখানা স্থায়ীভাবে বন্ধের জন্য লিখিত আবেদন দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. মইনুল ইসলাম মকুল।

আবেদনে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানির সঙ্গে জড়িত থাকলেও সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রয়াদেশ (অর্ডার) সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আর্থিক সক্ষমতার ঘাটতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। যার কারণে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, বাংলাদেশ শ্রম বিধি-২০১৫ এর বিধি ৩২ অনুসারে কারখানাটি ১৭ ডিসেম্বর থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হয়েছে।