শিরোনাম

লক্ষ্মীপুর

দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

সিটিজেন-ডেস্ক­
দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু
পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল চৌধুরীর ঘরের দরজায় তালা লাগিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ঘুমন্ত শিশু আয়েশা আক্তার (৮) পুড়ে মারা গেছে। এছাড়া দগ্ধ হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপ্টা এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা বেলাল ওই এলাকার মৃত নরুল ইসলামের ছেলে।

দগ্ধ তিনজন হলেন বেলাল হোসেন (৫০), তার দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। এর মধ্যে বীথি আক্তার ও স্মৃতি আক্তারকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বেলালের মা হাজেরা বেগম বলেন, ‘আমি রাতে শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে জানালা দিয়ে দেখি আমার ছেলের টিনসেট ঘরে আগুন জ্বলছে। আমি দ্রুত বেরিয়ে আসি। ঘরের দুই দরজায় তালা ছিল, তাই ঢুকতে পারিনি। আমার ছেলে দরজা ভেঙে বেরিয়ে আসে। ছেলের স্ত্রী নাজমা দুই হাতে করে চার মাস বয়সী আবির হোসেন ও ছয় বছর বয়সী হাবিবকে নিয়ে বেরিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা টিনসেট ঘরের দুটি দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘরে আমার নাতনি সালমা, সামিয়া ও সানজু ঘুমে ছিল। তাদের মধ্যে দুজনকে অগ্নিদগ্ধ অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু ছোট মেয়ে সানজু ঘরের মধ্যেই পুড়ে মারা যায়। তার ছেলে বেলালও আহত হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। তিনজন অগ্নিদগ্ধ হয়েছে। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।’