শিরোনাম

বাংলাদেশের বিশ্বকাপে না খেলা নিয়ে যা বললেন ডি ভিলিয়ার্স

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
বাংলাদেশের বিশ্বকাপে না খেলা নিয়ে যা বললেন ডি ভিলিয়ার্স
এবি ডি ভিলিয়ার্স (ছবি: সংগৃহীত)

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এ বিষয় নিয়ে কথা বলছেন, ক্রিকেট বিশ্লেষক ও কিংবদন্তি ক্রিকেটাররা। এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। বাংলাদেশের বিশ্বকাপ না খেলাকে ক্রিকেটের জন্য হতাশা বলে উল্লেখ করেন তিনি।

‘দ্য ৩৬০ শো’ নামে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে এমনটি জানান এই প্রোটিয়া ক্রিকেটার। এ ইস্যুতে প্রশ্ন করা হলে ডি ভিলিয়ার্স বাংলাদেশ বা আইসিসি কারো পক্ষ নেননি। তবে হতাশা প্রকাশ করেন।

ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি কারো পক্ষ নিচ্ছি না। এটা রাজনৈতিক ইস্যু, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আবার এই বিষয়ে আমার কাছে পর্যাপ্ত তথ্যও নেই। কোনো মন্তব্য বা বিবৃতি দেওয়ার মতো তথ্য আমি জোগাড়ও করিনি। তবে আমি যেটা বলতে পারি, এটা দুঃখজনক। টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কোনো মানেই হয় না।’

তিনি আরও বলেন, ‘আমার খারাপ লাগছে। এটা ক্রিকেটের জন্য হতাশার। কখনো এমনটা হওয়া উচিত না। যারা এসব নিয়ন্ত্রণ করছে এবং সিদ্ধান্ত গ্রহণ করছে, তাদের এসব সমাধান করা উচিত। ক্রিকেটে রাজনীতি ঢুকে পড়ার পর এমন পরিস্থিতি তৈরি হওয়াকে আমি ঘৃণা করি। এটা সত্যিই দুঃখজনক।’

/টিই/