শিরোনাম

গফরগাঁওয়ে মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের রেললাইন অবরোধ

সিটিজেন-ডেস্ক­
গফরগাঁওয়ে মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের রেললাইন অবরোধ
গফরগাঁও রেল স্টেশন। ফাইল ফটো

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনে আগুন দিয়ে অবরোধ করেছেন বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকরা। এতে ঢাকা- ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া।

তিনি বলেন, ভোরে গফরগাঁওয়ে রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন। সকালে পুলিশ ও রেলওয়ে কর্মচারীদের বিষয়টি নজরে আসে। ট্রেনের নিরাপত্তায় সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে তৃতীয় দফায় উপজেলার কালিরহাট এলাকায় রেললাইনে স্লিপারসহ বালু দেওয়া হয়। তখন থেকেই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর প্রার্থিতা নিশ্চিত হওয়ার খবর এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মনোনয়নপ্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান ও তার ভাতিজা দলের সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমে আসেন।

বিষয়:

ময়মনসিংহ