শিরোনাম

সোনাপুরে বাস টার্মিনালের বাসে আগুন

সিটিজেন-ডেস্ক­
সোনাপুরে বাস টার্মিনালের বাসে আগুন
পুড়ে যাওয়া বাস। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাপুর উপজেলার পৌর বাস টার্মিনালের একটি বাস আগুনে পুড়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে বাসের কিছু আসন পুড়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনাপুর বাস টার্মিনালে সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস দাঁড়ানো ছিল। এসময় চালক ও চালকের সহকারী রাতের খাবার খেতে যায়। হঠাৎ স্থানীয়রা বাসে আগুন জ্বলতে দেখে। পরে তারা পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বাসের ভিতরে আগুনে ৪-৫টি আসন পুড়ে গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে বাসে আগুন লাগে।