ব্রেকিং
নোয়াখালীতে বিআরটিসির দুই বাস পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে বিআরটিসি ডিপোতে দুইটি যাত্রীবাহী বাস পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে এই নাশকতার ঘটনা ঘটে।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার আরিফুর রহমান তুষার জানান, খবর পেয়েই আমি দ্রুত উপস্থিত হই। ফায়ার সার্ভিস ও পুলিশও সঙ্গে সঙ্গে কাজ শুরু করে। আমার ধারণা, বদলি ঠেকাতে পরিকল্পিতভাবেই এ অপকর্ম করা হয়েছে। বিষয়টি অত্যন্ত পেশাদারিভাবে ঘটানো হয়েছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং ১০ মিনিটের ভেতর আগুন নিয়ন্ত্রণে আনি। দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে, একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।