শিরোনাম

নোয়াখালীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

সিটিজেন-ডেস্ক­
নোয়াখালীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
নোয়াখালীর টাউন হল মোড় এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে নোয়াখালীতে টাউন হল মোড় এলাকায় পতিত স্বৈরাচার আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়।

এ সময় ছাত্র-জনতা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’—এমন নানা স্লোগান দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ পরিকল্পিত। ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো হত্যাকারীদের গ্রেপ্তারে কার্যকর কোনো অগ্রগতি নেই। অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

বিক্ষোভে অংশগ্রহণকারী রায়হান বলেন, জুলাইয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদকে এ দেশ থেকে বিতাড়িত করে যে সরকারের ওপর ভরসা করেছিলাম, সেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

একই সময় বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।