ব্রেকিং
সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ করায় ১০৮ কবুতরের মৃত্যু
মৃত কবুতর। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরায় বিষ প্রয়োগে এক খামারের ১০৮টি কবুতর মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার এই ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পদ্মশাখরা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় রায়হান কবির তার বসতবাড়িতে প্রায় ৩০০টির বেশি বিভিন্ন প্রজাতির কবুতর নিয়ে একটি খামার করেছেন। তার খামার থেকে মাত্র ২৫০ গজ পশ্চিমে রয়েছে অভিযুক্ত ইসমাইল গাজীর সরিষার ক্ষেত।

রায়হানের অভিযোগ, তার কবুতর মাঝে মাঝে উড়ে ইসমাইল গাজীর সরিষা ক্ষেতে বসতো, যা নিয়ে ইসমাইল বহুদিন ধরে তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। হিংসার বশবর্তী হয়ে তিনি সুপরিকল্পিতভাবে সরিষা ক্ষেতে রাসায়নিক বিষ প্রয়োগ করেন। সোমবার কবুতরগুলো খামার থেকে উড়ে বের হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় বাসিন্দা আবুল হোসেন রায়হানের বাড়িতে এসে জানান, ইসমাইল গাজীর ক্ষেতে অনেক কবুতর মরে পড়ে রয়েছে। পরে রায়হান দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তার খামারের বিভিন্ন জাতের ১০৮টি কবুতর বিষক্রিয়ায় মারা গেছে।

ক্ষতিগ্রস্ত খামার মালিক রায়হান কবিরের দাবি, তার খামারের প্রতি হিংসা থেকে ইসমাইল গাজী ইচ্ছাকৃতভাবে সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ করে তার কবুতরগুলো হত্যা করেছে। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযুক্ত ইসমাইল গাজীসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইসমাইল গাজী পাল্টা রায়হানকে হুমকি ধামকি প্রদান করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রায়হান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।