ব্রেকিং
হাদির ওপর হামলা: সীমান্তে  বিজিবির নজরদারি বাড়লো
শেরপুর সীমান্তে চেকপোস্টে গাড়ি থামিয়ে কাগজপত্র দেখছেন বিজিবির সদস্যরা। ছবি: সিটিজেন জার্নাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে।

বিজিবি সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ঢাকা- ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি অজ্ঞাত আততায়ী সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবির সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী বিভিন্ন যাতায়াতের পথে এবং গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো জানান, পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।