আইপিএল নিলামে যাদের নিয়ে হতে পারে কাড়াকাড়ি

আইপিএল নিলামে যাদের নিয়ে হতে পারে কাড়াকাড়ি
সিটিজেন স্পোর্টস ডেস্ক

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে ২০২৬ আইপিএলের মিনি নিলাম। এবারের নিলামে বেশি দাম দিয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়কে দলে নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলো। মিনি নিলামে বেশি দাম উঠতে পারে এমন বেশ কয়েকজন খেলোয়াড়ের তালিকা দিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
দেখা নেয়া যাক কারা সেই খেলোয়াড়-
ক্যামেরুন গ্রিন (ব্যাটসম্যান): ২০২৩ মৌসুমে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্যামেরুন গ্রিনকে মুমাই ইন্ডিয়ান্স কিনেছিল ১৭.৫ কোটি রুপিতে। তবে হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ে ফেরার পর গ্রিনকে ছেড়ে দেয় তারা। তিনি পরে খেলেন আরসিবিতে। ইনজুরির কারণে ২০২৫ মেগা নিলামে ছিলেন না গ্রিন। এবার মিনি নিলামে এই অজি ক্রিকেটারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। তবে গ্রিনের দাম আরও বেশি উঠবে এমনই আভাস দিয়েছে ক্রিকইনফো।
লিয়াম লিভিংস্টন (অলরাউন্ডার): পাওয়ার হিটিংয়ের জন্য ইংল্যান্ডের ক্রিকেটার লিয়াম লিভিংস্টনের চাহিদা বেড়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে। ২০২৫ হান্ড্রেডে, লিভিংস্টন রশিদ খানের এক ওভারে ৪, ৬, ৬, ৬, ৪ মেরে বার্মিংহাম ফনিক্সকে দারুণ জয় এনে দেন ওভাল ইনভিন্সিবলের বিপক্ষে।
২০২৫ সালে ৩৫ টি-টোয়েন্টি ইনিংসে ৮৪০ রান করেন লিভিংস্টন। ধারণা করা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস লিভিংস্টনের জন্য নিলামে লড়বেন। এবার তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি।
রবি বিষ্ণোই: ভারতীয় এই স্পিনারের এবারের আইপিএলে ভিত্তিমূল্য ২ কোটি রুপি। ২০২২ সালে অ্যানক্যাপড খেলোয়াড় হিসেবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস কিনেছিল রবি বিষ্ণোইকে। গত বছর মেগা নিলামের আগে ১১ কোটি রুপি দিয়ে রিটেইন করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। ভারত দলের হয়ে খেলা আরও স্পিনার এবারের মিনি নিলামে থাকলেও বিষ্ণোইর দিকে নজর থাকবে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদের মতো দলগুলোর এমনই বলছে ক্রিকইনফো।
মাথিশা পাথিরানা (পেসার): শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা বিশেষ একজন বোলার। এই পেসারের বোলিং অ্যাকশন দেশটির কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গার মতো। ১৫০ কিলো প্রতি ঘণ্টায় ইয়র্কার মারতে পারেন তিনি। ২২ বছর বয়সি এই পেসারকে ভারত এবং চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটের সম্পদ বলে আখ্যা দেন।
চেন্নাইয়ের হয়ে আইপিএল আসর মাতানোর পর ইনজুরি ও ফিটনেসের কারণে পাথিরানাকে ছেড়ে দেয় দলটি। ২০২২ সাল থেকে আইপিএলের হিসেব ধরলে জাসপ্রিত বুমরার পর দ্বিতীয়সেরা ইকোনমি পাথিরানার। ২ কোটি রুপি ভিত্তিমূল্যে থাকা পাথিরানাকে নিয়ে এবার ঝড় উঠবে নিলাম টেবিলে এমনই ধারণা করা হচ্ছে।

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে ২০২৬ আইপিএলের মিনি নিলাম। এবারের নিলামে বেশি দাম দিয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়কে দলে নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলো। মিনি নিলামে বেশি দাম উঠতে পারে এমন বেশ কয়েকজন খেলোয়াড়ের তালিকা দিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
দেখা নেয়া যাক কারা সেই খেলোয়াড়-
ক্যামেরুন গ্রিন (ব্যাটসম্যান): ২০২৩ মৌসুমে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্যামেরুন গ্রিনকে মুমাই ইন্ডিয়ান্স কিনেছিল ১৭.৫ কোটি রুপিতে। তবে হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ে ফেরার পর গ্রিনকে ছেড়ে দেয় তারা। তিনি পরে খেলেন আরসিবিতে। ইনজুরির কারণে ২০২৫ মেগা নিলামে ছিলেন না গ্রিন। এবার মিনি নিলামে এই অজি ক্রিকেটারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। তবে গ্রিনের দাম আরও বেশি উঠবে এমনই আভাস দিয়েছে ক্রিকইনফো।
লিয়াম লিভিংস্টন (অলরাউন্ডার): পাওয়ার হিটিংয়ের জন্য ইংল্যান্ডের ক্রিকেটার লিয়াম লিভিংস্টনের চাহিদা বেড়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে। ২০২৫ হান্ড্রেডে, লিভিংস্টন রশিদ খানের এক ওভারে ৪, ৬, ৬, ৬, ৪ মেরে বার্মিংহাম ফনিক্সকে দারুণ জয় এনে দেন ওভাল ইনভিন্সিবলের বিপক্ষে।
২০২৫ সালে ৩৫ টি-টোয়েন্টি ইনিংসে ৮৪০ রান করেন লিভিংস্টন। ধারণা করা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস লিভিংস্টনের জন্য নিলামে লড়বেন। এবার তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি।
রবি বিষ্ণোই: ভারতীয় এই স্পিনারের এবারের আইপিএলে ভিত্তিমূল্য ২ কোটি রুপি। ২০২২ সালে অ্যানক্যাপড খেলোয়াড় হিসেবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস কিনেছিল রবি বিষ্ণোইকে। গত বছর মেগা নিলামের আগে ১১ কোটি রুপি দিয়ে রিটেইন করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। ভারত দলের হয়ে খেলা আরও স্পিনার এবারের মিনি নিলামে থাকলেও বিষ্ণোইর দিকে নজর থাকবে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদের মতো দলগুলোর এমনই বলছে ক্রিকইনফো।
মাথিশা পাথিরানা (পেসার): শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা বিশেষ একজন বোলার। এই পেসারের বোলিং অ্যাকশন দেশটির কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গার মতো। ১৫০ কিলো প্রতি ঘণ্টায় ইয়র্কার মারতে পারেন তিনি। ২২ বছর বয়সি এই পেসারকে ভারত এবং চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটের সম্পদ বলে আখ্যা দেন।
চেন্নাইয়ের হয়ে আইপিএল আসর মাতানোর পর ইনজুরি ও ফিটনেসের কারণে পাথিরানাকে ছেড়ে দেয় দলটি। ২০২২ সাল থেকে আইপিএলের হিসেব ধরলে জাসপ্রিত বুমরার পর দ্বিতীয়সেরা ইকোনমি পাথিরানার। ২ কোটি রুপি ভিত্তিমূল্যে থাকা পাথিরানাকে নিয়ে এবার ঝড় উঠবে নিলাম টেবিলে এমনই ধারণা করা হচ্ছে।

আইপিএল নিলামে যাদের নিয়ে হতে পারে কাড়াকাড়ি
সিটিজেন স্পোর্টস ডেস্ক

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে ২০২৬ আইপিএলের মিনি নিলাম। এবারের নিলামে বেশি দাম দিয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়কে দলে নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলো। মিনি নিলামে বেশি দাম উঠতে পারে এমন বেশ কয়েকজন খেলোয়াড়ের তালিকা দিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
দেখা নেয়া যাক কারা সেই খেলোয়াড়-
ক্যামেরুন গ্রিন (ব্যাটসম্যান): ২০২৩ মৌসুমে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্যামেরুন গ্রিনকে মুমাই ইন্ডিয়ান্স কিনেছিল ১৭.৫ কোটি রুপিতে। তবে হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ে ফেরার পর গ্রিনকে ছেড়ে দেয় তারা। তিনি পরে খেলেন আরসিবিতে। ইনজুরির কারণে ২০২৫ মেগা নিলামে ছিলেন না গ্রিন। এবার মিনি নিলামে এই অজি ক্রিকেটারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। তবে গ্রিনের দাম আরও বেশি উঠবে এমনই আভাস দিয়েছে ক্রিকইনফো।
লিয়াম লিভিংস্টন (অলরাউন্ডার): পাওয়ার হিটিংয়ের জন্য ইংল্যান্ডের ক্রিকেটার লিয়াম লিভিংস্টনের চাহিদা বেড়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে। ২০২৫ হান্ড্রেডে, লিভিংস্টন রশিদ খানের এক ওভারে ৪, ৬, ৬, ৬, ৪ মেরে বার্মিংহাম ফনিক্সকে দারুণ জয় এনে দেন ওভাল ইনভিন্সিবলের বিপক্ষে।
২০২৫ সালে ৩৫ টি-টোয়েন্টি ইনিংসে ৮৪০ রান করেন লিভিংস্টন। ধারণা করা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস লিভিংস্টনের জন্য নিলামে লড়বেন। এবার তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি।
রবি বিষ্ণোই: ভারতীয় এই স্পিনারের এবারের আইপিএলে ভিত্তিমূল্য ২ কোটি রুপি। ২০২২ সালে অ্যানক্যাপড খেলোয়াড় হিসেবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস কিনেছিল রবি বিষ্ণোইকে। গত বছর মেগা নিলামের আগে ১১ কোটি রুপি দিয়ে রিটেইন করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। ভারত দলের হয়ে খেলা আরও স্পিনার এবারের মিনি নিলামে থাকলেও বিষ্ণোইর দিকে নজর থাকবে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদের মতো দলগুলোর এমনই বলছে ক্রিকইনফো।
মাথিশা পাথিরানা (পেসার): শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা বিশেষ একজন বোলার। এই পেসারের বোলিং অ্যাকশন দেশটির কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গার মতো। ১৫০ কিলো প্রতি ঘণ্টায় ইয়র্কার মারতে পারেন তিনি। ২২ বছর বয়সি এই পেসারকে ভারত এবং চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটের সম্পদ বলে আখ্যা দেন।
চেন্নাইয়ের হয়ে আইপিএল আসর মাতানোর পর ইনজুরি ও ফিটনেসের কারণে পাথিরানাকে ছেড়ে দেয় দলটি। ২০২২ সাল থেকে আইপিএলের হিসেব ধরলে জাসপ্রিত বুমরার পর দ্বিতীয়সেরা ইকোনমি পাথিরানার। ২ কোটি রুপি ভিত্তিমূল্যে থাকা পাথিরানাকে নিয়ে এবার ঝড় উঠবে নিলাম টেবিলে এমনই ধারণা করা হচ্ছে।