শিরোনাম

নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির অপরাধে লাখ টাকা জরিমানা

শেরপুর সংবাদদাতা
নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির অপরাধে লাখ টাকা জরিমানা
সন্ন্যঅভিযান চালান নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনসহ অন্যরা। ছবি: সংবাদদাতা

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির অপরাধে আবু সালেহ নামের এক সার ডিলারকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সন্ন্যাসীভিটা বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার বাঘবের ইউনিয়নের সন্ন্যাসীভিটা বাজারে ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে ওঠে খুচরা সার ডিলার আবু সালেহের বিরুদ্ধে। তিনি বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছিলেন ১০ বস্তা ভেজাল ডিএপি সার। পরে এসব সার জব্দ করা হয়। একই সঙ্গে ওই সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ভেজাল সার ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ ও ভেজাল সার বাজারজাতকরণরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এমনকি ভেজাল সার বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/