শিরোনাম

শিগগিরই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা: মির্জা ফখরুল

সিটিজেন-ডেস্ক­
শিগগিরই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা: মির্জা ফখরুল
হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির চেয়ারপার্সন পদটি শূন্য হয়েছে। কবে, কখন এবং কীভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ওই শূন্য পদে অধিষ্ঠিত করা হবে, সে বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়নি। তবে দুএকদিনের মধ্যে তাকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

রবিবার (৪ জানুয়ারি) হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতকালে তিনিএ কথা বলেন।

এর আগে বিকাল সাড়ে ৩টায় মির্জা ফখরুল ইসলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেলা ও মহানগর বিএনপির নেতারা।

জানা গেছে, বিমান থেকে নেমে মির্জা ফখরুল সরাসরি হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতে যান। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রখ্যাত এ ওলির মাজারে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন। শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে তিনি হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতে যান। মাজার জিয়ারত শেষে সন্ধ্যা ৬টায় তিনি এয়ারপোর্ট রোডে উইন্ডসর হোটেলে সাংবাদিকদের ব্রিফ করেন।