তারেক রহমানের নির্বাচনী জনসভা: কানায় কানায় পূর্ণ সিলেট মাদ্রাসা মাঠ

তারেক রহমানের নির্বাচনী জনসভা: কানায় কানায় পূর্ণ সিলেট মাদ্রাসা মাঠ
সিলেট-সংবাবদাতা

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। এরপর বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন। এখানে প্রথম নির্বাচনী সভায় ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বাস, লেগুনা ও পিকআপে করে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে আসছেন। হাতে তারা দলের প্রতীক ধানের শীষযুক্ত প্ল্যাকার্ড বহন করছিলেন। অনেকেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের মনোগ্রামযুক্ত টি-শার্ট পরেছিলেন।
নগরের জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্টসহ বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদ্রাসার মাঠের দিকে এগিয়ে যেতে দেখা গেছে।
মিছিলে অংশ নেওয়া সিলেটের এক বাসিন্দা বলেন, ভোর থেকেই সিলেটের বিভিন্ন শহর থেকে বাসে করে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। ভোরে নগরের সোবহানীঘাট এলাকায় মিলিত হয়ে সমাবেশস্থলে এসেছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই নির্বাচনী সমাবেশে তিন লাখ বা তার বেশি মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। এরপর বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন। এখানে প্রথম নির্বাচনী সভায় ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বাস, লেগুনা ও পিকআপে করে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে আসছেন। হাতে তারা দলের প্রতীক ধানের শীষযুক্ত প্ল্যাকার্ড বহন করছিলেন। অনেকেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের মনোগ্রামযুক্ত টি-শার্ট পরেছিলেন।
নগরের জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্টসহ বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদ্রাসার মাঠের দিকে এগিয়ে যেতে দেখা গেছে।
মিছিলে অংশ নেওয়া সিলেটের এক বাসিন্দা বলেন, ভোর থেকেই সিলেটের বিভিন্ন শহর থেকে বাসে করে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। ভোরে নগরের সোবহানীঘাট এলাকায় মিলিত হয়ে সমাবেশস্থলে এসেছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই নির্বাচনী সমাবেশে তিন লাখ বা তার বেশি মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

তারেক রহমানের নির্বাচনী জনসভা: কানায় কানায় পূর্ণ সিলেট মাদ্রাসা মাঠ
সিলেট-সংবাবদাতা

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। এরপর বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন। এখানে প্রথম নির্বাচনী সভায় ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বাস, লেগুনা ও পিকআপে করে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে আসছেন। হাতে তারা দলের প্রতীক ধানের শীষযুক্ত প্ল্যাকার্ড বহন করছিলেন। অনেকেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের মনোগ্রামযুক্ত টি-শার্ট পরেছিলেন।
নগরের জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্টসহ বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদ্রাসার মাঠের দিকে এগিয়ে যেতে দেখা গেছে।
মিছিলে অংশ নেওয়া সিলেটের এক বাসিন্দা বলেন, ভোর থেকেই সিলেটের বিভিন্ন শহর থেকে বাসে করে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। ভোরে নগরের সোবহানীঘাট এলাকায় মিলিত হয়ে সমাবেশস্থলে এসেছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই নির্বাচনী সমাবেশে তিন লাখ বা তার বেশি মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।




